শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগে শেরপুর চেস কমিউনিটি চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা ক্রীড়া সংস্থা রানারআপ হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সপ্তম রাউন্ড শেষে এ দু’টি দল সর্বোচ্চ ১৩ পয়েন্ট করে অর্জন করে। তবে লীগের বাইলজ অনুযায়ী বেশী সংখ্যক বোর্ডে ম্যাচ জেতায় ২৫ গেম পয়েন্ট নিয়ে শেরপুর চেস কমিউনিটি জেলা লীগের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেইসাথে দাপটের সাথে সবগুলো ম্যাচ জেতায় চ্যাম্পিয়ন দলের ১ নং বোর্ডের খেলোয়াড় আব্দুর রউফ আজিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
এছাড়া ৭ রাউন্ডের খেলায় নকলা চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে ৩য়, দাবা ক্লাব শেরপুর ৭ পয়েন্ট নিয়ে ৪র্থ, একই পয়েন্ট নিয়ে গেম পয়েন্টের ভিত্তিতে লাল-সবুজ ক্লাব ৫ম স্থানলাভ করে। ৬ পয়েন্ট নিয়ে চকপাঠক চেস ক্লাব ৬ষ্ঠ এবং এক পয়েন্ট লাভ করে উদয়ন ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব যথাক্রমে ৭ম ও ৮ম স্থান লাভ করে।
চ্যাম্পিয়ন দলকে আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুরষ্কৃারের ট্রফি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ। প্রথমবারের মতো আয়োজিত জেলা দাবা লীগে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে। শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।