শেরপুরের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার শিশু আদিবা (৭) ময়মনসিংহের ফুলপুরে তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে নিজের বাড়িতে ফিরেছে। খালের পানিতে ডুবে নিহত হয়েছে। আদিবা নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের জুয়েলের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে আদিবা কয়েকজন শিশুর সাথে ইছামতি নদীতে গোসল করতে নামলে হঠাৎ সে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুজির পরও না পাওয়া গেলে, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাসের নেতৃত্বে ডুবুরিদলের কর্মীরা নদীতে আদিবাকে খোঁজাখুঁজি করে বুধবারে তাকে পায়নি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে বায়রাখালি ব্রিজ সংলগ্ন খাল থেকে আদিবার লাশ উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আদিবার অভিভাবকরা আদিবার লাশ নকলায় নিয়ে চলেগেছেন।