বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নকলায় নেতাকর্মীদের সাথে ফরিদা চৌধুরীর মতবিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর পত্নী ফরিদা চৌধুরী।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর স্ত্রী উপজেলা বিএনপির অভিভাবক আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ফরিদা চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল খলিল, যুগ্ম আহবায়ক ও পাঠাকাটা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহবায়ক সাইদুল হক লাঞ্জু ও যুগ্ম আহবায়ক আহসান হাবিব খান, জেলা দলের সদস্য খন্দকার তোফায়েল আহাম্মেদ মাসুম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল সরকার, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মিন্টু, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোকছেদুল হাসান, সদস্য সচিব রাহাত হাসান কাইয়্যুম ও সদস্য সিফাত মিয়া, পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর ও যুগ্ম আহবায়ক সুমন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম, পৌর শ্রমিক দলের আহবায়ক লূৎফর রহমান ও যুগ্ম আহবায়ক দুদু মিয়া প্রমুখ।

তাছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় বিরাজমান সকল আহবায়ক কমিটির কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করাসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুবাশ্বের আলী চৌধুরী টুটন, যুগ্ম আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি ও যুগ্ম আহবায়ক সাইদুল হক লাঞ্জু, সদস্য রাব্বীনুর চৌধুরী ও মোস্তাফিজুর রহমান জুয়েল; পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক পান্নু ও সাধারন সম্পাদক মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল; উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, যুগ্ম আহবায়ক মশিউর রহমান লোটাস; পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ ফরাজী, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হক নওফেল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দিন বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল সরকার, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মিন্টু, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেলিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।