মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

নকলায় মামলা তুলে নিতে ও সংবাদ সম্মেলন করায় বাড়িঘরে হামলা, হাসপাতালে ভর্তি ৫মাসের অন্তসত্বা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

শেরপুরের নকলায় হামিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মাকে নির্মম ভাবে মারধর করায় শেরপুর আদালতে দায়ের করা মামলা তুলে নিতে ও সুষ্ঠ বিচার কামনায় সংবাদ সম্মেলন করার অপরাধে বাড়িঘড়ে হামলা, লুটপাট ও ৫মাসের অন্তসত্বা বোনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নকলা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাপাড়া এলাকায় এক বৃদ্ধা অসহায় মাকে ভিটাবাড়ি ছাড়াতে মাঝেমধ্যেই মারধর করেন তার সৎ ছেলে মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুনুর রশিদ ওরফে রাসেল।

বৃদ্ধা মাকে নির্মম ভাবে মারধর করাসহ মায়ের একমাত্র সম্বল সামান্য বসতভিটার জমি অন্যায় ভাবে জবর দখলের উদ্দেশ্যে বার বার হামলা থেকে বাঁচতে ছেলেসহ সহযোগীদের বিরুদ্ধে শেরপুর সিআর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন ওই বৃদ্ধা মা হামিদা বেগম। মামলা নং সি.আর ১৮৫/২০২১। তাছাড়া সুষ্ঠ বিচার কামনায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী ওই মা ও তার পরিবারের অন্যান্যরা।

আদালতে করা মামলা তুলে নিতে ও সংবাদ সম্মেলন করায় বৃহস্পতিবার বিকেলে আবারো বৃদ্ধ মা ও তার সন্তানদের ওপরে হামলা ও বাড়িঘড়ে ভাংচুর-লুটপাট করে হারুন রশিদ গংরা। এসময় বৃদ্ধা মাকে অন্যের ঘরে লুকিয়ে রেখে পরিবারের সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও, অসুস্থ মাকে দেখতে আসা ৫মাসের অন্তসত্বা মেয়ে খাদিজা বেগম (৩০) পালাতে পারেনি। হারুন রশিদ গংরা এ অন্তসত্বা নারীর ওপর চড়াও হয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে নকলা থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বৃদ্ধা ওই মায়ের ছোট ছেলে হিরা মানিক। মানিক মিয়া জানান, কয়েকদিন আগে আমার মা বৃদ্ধা হামিদা বেগমকে হারুন গংরা মারপিট করার সময় ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করেন। আজ বৃহস্পতিবার আবার আমাদের বাড়ি ঘরসহ মায়ের ওপর হামলা চালালে ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষণিক নকলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল করেন।

হামিদা বেগমের ছোট ছেলে হিরা মানিক বলেন, যেকোন সময় আমার বৃদ্ধা মাসহ আমাদের উপর হারুন অর রশিদ গংরা হামলা করতে পারে। তারা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।