রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

নকলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরন করেছে থানার পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাভা এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তার ভিতর গাঁজার ১০ টি প্যাকেট জব্দ করাসহ আলমগীরকে আটক করা হয়। পরে জব্দকৃত গাঁজার ওই ১০টি প্যাকেট মেপে মোট ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, মাদক ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নালিতাবাড়ী উপজেলা থেকে পূর্বধলা উপজেলার মাদক ব্যবসায়ী কুলসুমার কাছে গাঁজা নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে নকলা বাইপাস সড়কে প্লাষ্টিকের বস্তার ভিতর গাঁজার ১০ টি প্যাকেটসহ আলমগীরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদক আইনে নকলা থানায় একটি মামলা রুজু করা হয়, মামলা নং ১৮। বৃহস্পবিার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।