শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

ভারত-বাংলার সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাসুম (আড়াই বছর) ও রাব্বী (৩) নামে আপন চাচাতো-জেঠাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মাসুম উপজেলার পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর ছেলে ও রাব্বী পাশ্ববর্তী বাড়ির আলী আকবরের ছেলে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পানিহাতা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম ও রাব্বী বিকেলে বাড়ির আঙিনায় খেলা করার সময় কোন এক ফাঁকে সবার অগোচরে বাড়ি পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটে একজনকে ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসীরা পুকুরে নেমে অন্য শিশুটিকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

পরে শিশু দুটিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় রামচন্দ্রকুড়া ইউপির সদস্য আব্দুল জুব্বার ও নালিতাবাড়ী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।