শেরপুরের নকলায় কৃষি ম্প্রসারণ অধিদপ্তরের সার, বীজ ও কীটনাশক ডিলারদের সাথে উপজেলা কমিটির মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বের) সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, সার, বীজ ও কীটনাশক ডিলার শহিদুল ইসলাম গুড়া মিয়া, সার ডিলার ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, সার ডিলার আমিনুল হক, কৃষ্ণ কান্তি রায়, শাহ্ মোহাম্মদ ফেরদৌস, মো. ছফিউল্লাহ (আবু মিয়া) ও মো. ফরিদুল ইসলাম প্রমুখ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) কৃষিবিদ মাহমুদুল হাসান মুসা, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ স্থানীয় সাংবাদিক ও সার, বীজ, কীটনাশক ডিলারগন উপস্থিত ছিলেন।