শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রিয়ামনি নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রিয়ামনি পূর্ব সূর্যনগর এলাকার আব্দুর রহিমের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশের এক পুকুর পাড়ে খেলতেছিল। খেলার চ্ছলে রিয়ামনি সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলসপাড় ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।