শেরপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে তাদের মাঝে শিক্ষা ও সঙ্গীত সামগ্রী বিতরণ করাসহ ৩ লক্ষ টাকার অনুদান ঘোষনা করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এম.পি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া গুচ্ছগ্রামে হিজড়া গণশিক্ষা ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠিদের জীবনমান উন্নয়নে জন্য ৩ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণশিক্ষা কার্যক্রমের জন্য তৃতীয় লিঙ্গের প্রত্যেকের হাতে বই, খাতা, কলম ও সঙ্গীত চর্চার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া ভেড়া পালন করে স্বাবলম্বী হতে সকলের জন্য ৩ লক্ষ টাকার অনুদান ঘোষনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এম.পি।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জনউদ্যোগের আহব্বায়ক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন ও আন্ধারিয়া গুচ্ছগ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।