মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

নকলায় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় বাল্যবিবাহ বন্ধ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৭ বার পঠিত

শেরেপুর জেলার নকলা উপজেলায় গনপদ্দী ইউনিয়নের এক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও পুলিশ বিভাগের তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক এক শিক্ষার্থী। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলায় গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর এলাকায় এ বিবাহ বন্ধ করা হয়।

জানা গছে, শুক্রবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে স্থানীয় স্বেচ্ছাসেবকরা গোপন সংবাদে জানতে পারেন যে, শুক্রবার রাতে গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর এলাকায় স্কুল পড়ুয়া এক মেয়ের বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে। পরে স্বেচ্ছাসেবকরা সরেজমিনে গিয়ে এর সত্যতা পেয়ে প্রশাসনে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের নির্দেশে নকলা থানার পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিবাবহটি বন্ধ করেদেন।

পুলিশ জানায়, উপজেলায় গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর এলাকার শামছুল হকের মেয়ে গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে একই ইউনিয়নের বাড়ইকান্দি এলাকার আমজাদ আলীর ছেলে অটোরিক্সা চালক সেলিম মিয়ার বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেদেন। তবে বিয়ে বাড়িতে পুলিশ পৌঁছার আগেই বাড়ির সকল পুরুষ লোক ও বরযাত্রীরা শটকে পড়েছিলেন। ফলে কাউকে আইনের আওতায় বা জরিমানার আওতায় আনা সম্ভব হয়নি বলে পুলিশ জানায়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।