শেরপুরের নকলায় পুকুরের পানিতে পড়ে নুসরাত জাহান নামে আড়াই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টম্বর) উপজেলা পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নুসরাত জাহান কাজাইকাটা এলাকার নূর আলমের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, জানায়, শুক্রবার সকাল সারে দশটার দিকে নুসরাত জাহান সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহানের মা পাঠাকাটা এলাকার কাজলী বেগম ও বাবা কাজাইকাটা এলাকার নূর আলমের পারিবারিক কলহের জেড়ে কিছুদিন আগে তাদের খোলা তালাক হয়। এরপর থেকে কাজলী বেগম তার বাবার বাড়ি পাঠাকাটাতে চলেযান। আর নুসরাত জাহান কাজাইকাটা এলাকায় তার বাবা নূর আলমের কাছে থাকে। তবে গতসপ্তাহে মা কাজলী বেগম নুসরাত জাহানকে তারা বাবার বাড়ি পাঠাকাটা এলাকায় নিয়ে যায়। সেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ নুসরাত জাহানের মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।