বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শহরের চকপাঠক এলাকার খামারবাড়ি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. মোহিত কুমার দে-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।

এতে বক্তব্য রাখেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রজব আলী, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, নকলা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল করিম হীরা, কৃষক নূরে আলম সিদ্দিক, গণমাধ্যমকর্মী হাকিম বাবুল প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ জানান, ধান ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তিনি বলেন, উৎপাদনের বৃদ্ধির ধারাবহিকতা বজায় রাখতে ফসলের বৈচিত্র্য আনতে হবে। ধানের পাশাপাশি সবজি উৎপাদনে আরো গুরুত্ব দিতে হবে। এ জন্য মাঠ পর্যায়ে কৃষকদের নতুন নতুন উদ্ভাবিত জাতের ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে। নিরাপদ খাদ্যের জন্য রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। আর এসব কাজে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে ভূমিকা রাখতে হবে।

এসময় জেলা-উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কিষাণ-কিষাণি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ৭৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।