বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

শেরপুরে জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৬৪ বার পঠিত

শেরপুরে ব্র্যাকের উদ্যোগে জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে শহরের গৌরীপুর এলাকায় ব্র্যাক, আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী।

ব্র্যাকের শেরপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ। সভার শুরুতে ব্র্যাকের জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ময়মনসিংহের জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান।

এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, ব্র্যাক প্রধান কার্যালয়ের জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের প্রধান মাসরেকা খান, কর্মসূচি ব্যবস্থাপক ধীমান হালদার, শেরপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জামালপুরের আঞ্চলিক হিসাব রক্ষণ কর্মকর্তা পবিত্র কুমার ঘোষ, যক্ষ্মা কর্মসূচির জেলা ব্যবস্থাপক নার্গিস বেগম, শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মানিক দত্ত, স্বাস্থ্যপুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মকর্তা জুবাইদুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক ব্যবস্থাপক কানাই চক্রবর্ত্তী, মানবাধিকার বিষয়ক ব্যবস্থাপক আলাউদ্দিন মিয়া, টেকনিক্যাল কর্মকর্তা দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী দেবাশীষ সাহা রায় ও জি.এইচ হান্নান প্রমুখ। সভায় ব্র্যাক কর্মকর্তা মাসরেকা খান ব্র্যাকের জেন্ডার বিষয়ক পঞ্চবার্ষিক কর্মকৌশল সম্পর্কে সম্যক ধারণা দেন।

সভায় প্রধান অতিথি মোক্তাদিরুল আহমেদ বলেন, একটি কন্যা সন্তান যদি সঠিকভাবে সুশিক্ষিত হতে পারেন, তবে তিনি রাষ্ট্রের জন্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তাই কন্যা শিশুকে সুস্বপ্ন দেখাতে হবে। তাঁকে ছেলে সন্তানের মতোই সমান গুরুত্ব দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এতে দিন দিন নারী-পুরুষের বৈষম্য দূর করা সম্ভব হবে। ফলে সরকারের এসডিজি অর্জনে নারীরা ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, নারী-পুরুষ বৈষম্য দূর করা ও সমতা আনয়নে সমাজের প্রতিটি মানুষকে বাল্যবিবাহ নিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পরিবারে মেয়েদের মূল্যায়ন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, সম্পদে নারীর সঠিক অংশীদারিত্ব প্রদান ও নারী শিক্ষা নিশ্চিত করতে হবে। এসময় ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।