শেরপুর জেলার নকলা উপজেলায় বাস উল্টে পিষ্ট হয়ে মাজাহারুল ইসলাম (২৫) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে নকলা-নালিতাবাড়ি সড়কের ছত্রকোনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাজাহারুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাড়াহাকাতুলি এলাকার মিরাজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকা-নালিতাবাড়ি সড়কে সরকার পরিবহনের চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের দেওয়া তথ্য মতে, সরকার পরিবহনের বাসটি নালিতাবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যাত্রী ছাড়া নকলা থেকে নালিতাবাড়িতে যাওয়ার পথে নকলা উপজেলার ছত্রকোনা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে চালকের সহকারী মাজাহারুল ইসলাম বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নকলা থানার পুলিশ এই খবর পেয়ে মাজাহারুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসটির চালক পলাতক রয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা রয়েছে।