শেরপুর জেলা ও সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তর পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রানিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত কুমার হালদার।
সোমবার (২৩ আগস্ট) ডা. সুশান্ত কুমার হালদার শেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া শেরপুর সদর উপজেলার নওহাটা এলাকার বিসিক শিল্প নগরীতে স্থাপিত ইউনিক ফিস এন্ড পোল্ট্রি ফিডস লিমিটেড পরিদর্শন করেন এবং সেখানকার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় জেলা প্রাণিসম্পদ অফিসার (ডিএলও) ডা. মো. আবদুল হাই, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরেনারী সার্জন (ভিএস) সদ্য পদোন্নতি প্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডা. মো. ফজলুল হক, এল.ই.ও, এস.এ.এল.ও, ভি.এফ.এ, এল.এফ.এ সহ জেলা ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রানিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত কুমার হালদার নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি সমিতির সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।