২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলায় গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
২১ আগষ্ট শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ করা হয়। এর আগে উপস্থিত সকলে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন। পরে ওই গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, সদস্য আক্রাম হোসেনসহ অন্যান্যরা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুমান আরা রুমিসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।