স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ‘ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরন করে সংগঠনটির সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে দিন ব্যাপী দুই শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয়, উদ্বুদ্ধ করণসভা ও মাস্ক বিতরণ করা করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শোয়েব মাহমুদ রিশাদ, ব্লাড ব্যাংক অব ধনাকুশার সহ-সভপতি রাশেদুল ইসলাম ও রিপন হাসান, সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিপন, প্রচার সম্পাদক আনসারুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদস্য রাজিব মিয়া, তাজেদুল হাসান, মাহবুব হাসান, রিদয় মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাঙ্খী ও স্থানীয় সাংবাকিগণ উপস্থিত ছিলেন।
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ‘রক্তের ফোঁটায় মানবতা’র প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আলম চমক, ‘এক্টিভ ব্লাড পয়েন্ট’র পরিচালক এ.আর গোলাম মোর্শেদ আদিবসহ রক্তের গ্রুপ নির্ণয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক সহায়তা প্রদান করেন।