সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫আগস্ট) দিনভর ঘোষিত যেসকল কর্মসূচি পালিত হচ্ছে এরমধ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, ইউটিউবে সরাসরি শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরষ্কার প্রদান অনুষ্ঠান উপভোগ, উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম, বাদ যোহর বা সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন ও সকল মসজিদ কমিটির বাস্তবায়নে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য।
এর অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামাল-এঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও সুশীল জনের সমন্বয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান প্রমুখ।
এ ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা যুবউন্নয় কর্মকর্তা মকবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা, উপজেলা নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক ও সাংবাদিকগণ সংযুক্ত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান সকলকে সুরক্ষিত থেকে জনসচেতনতা সৃষ্টির মধ্যদিয়ে শারীরিক ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্ম বার্ষিকী, ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তথা জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নে এবং করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর গণটিকাদান কর্মসূচি সংক্রান্তে সকলের অংশ গ্রহন ও সহযোগিতা কামনা করেন।