শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

শেরপুরের ২ সাংবাদিকের শ্বশুর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পঠিত

বেসরকারি টেলিভিশন এসএ টিভি’র প্রতিনিধি মহিউদ্দিন সোহেল ও আমাদের সময় প্রতিনিধি এম. সুরুজ্জামানের শ্বশুর আলহাজ্ব আব্দুর রশীদ (৭৫)-এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আব্দুর রশীদ উপজেলার নন্নী মিজবাহুল উলম কওমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দাতা সদস্য হিসেবে পরিচালনা পরিষদের দীর্ঘ্যদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।

মরহুমের জানাজার নামাজ সোমবার বিকাল ৫.৪০ মিনিটের সময় নন্নী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সোমবার (২ আগষ্ট) সকাল ১০.৪০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন।

তার মৃত্যুতে শেরপুর, নকলা প্রেসক্লাব ও নালিতাবাড়ী প্রেসক্লাবসহ শেরপুর জেলা ও সকল (৫টি) উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল সংগঠন আলাদা ভাবে শোক প্রকাশ করেছেন। তাছাড়া বিভিন্ন মহল শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।