বেসরকারি টেলিভিশন এসএ টিভি’র প্রতিনিধি মহিউদ্দিন সোহেল ও আমাদের সময় প্রতিনিধি এম. সুরুজ্জামানের শ্বশুর আলহাজ্ব আব্দুর রশীদ (৭৫)-এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আব্দুর রশীদ উপজেলার নন্নী মিজবাহুল উলম কওমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দাতা সদস্য হিসেবে পরিচালনা পরিষদের দীর্ঘ্যদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।
মরহুমের জানাজার নামাজ সোমবার বিকাল ৫.৪০ মিনিটের সময় নন্নী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সোমবার (২ আগষ্ট) সকাল ১০.৪০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন।
তার মৃত্যুতে শেরপুর, নকলা প্রেসক্লাব ও নালিতাবাড়ী প্রেসক্লাবসহ শেরপুর জেলা ও সকল (৫টি) উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল সংগঠন আলাদা ভাবে শোক প্রকাশ করেছেন। তাছাড়া বিভিন্ন মহল শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।