বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

ফুলপুরের বাঁশআটিতে পুকুরে ডুবে শিশু নিহত

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫৫ বার পঠিত

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাঁশআটি এলাকায় পুকুরের পানিতে ডুবে আলী হোসেন (৩) নামে এক শিশু মারা গেছে। সোমবার ২ আগস্ট দুপুরের দিকে এ ঘটনটি ঘটে। শিশু আলী হোসেন ফুলপুরের বাঁশআটি এলাকার তাজু মিয়ার ৩ ছেলে সন্তানের মধ্যে সবার ছোট।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে আলী হোসেনের মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় ও আলীর বড় ২ ভাই তার দাদীর সাথে ঘরে বসে গল্প করার ফাঁকে সবার অজান্তে আলী হোসেন পুকুরে পড়ে যায়। এমন সময় আলী হোসেনের মা তাকে দেখতে না পাওয়ায় পরিবারের সবাই সম্ভাব্য জায়গায় খোঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে এক পুকুরে আলী হোসেনকে ভাসতে দেখেন তারা। পরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান তাকে মৃত ঘোষণা করেন। ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, পানিতে ডুবা শিশু আলী হোসেনকে নকলা হাসপাতালে আনার আগেই মারা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।