শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা একরামুল হক মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ৩১ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় শেরপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা নামাজ শনিবার রাত সাড়ে ৯টার সময় দিশারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একরামুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনী রোগে ভোগছিলেন। ২৯ জুলাই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শেরপুর জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৩১ জুলাই শনিবার বিকালে শরীরের অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।
একরামুল হক বাউসা গ্রামের মৃত আইজ উদ্দিন (আইজু) এর একমাত্র ছেলে ও ৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের াাহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য সাংবাদিকগন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তারা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।