শেরপুরের নকলা উপজেলায় সরকারের ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক ১৩ মামলায় ৭ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
যেসকল দোকানদার লকডাউন অমান্য করে কৌশলে দোকান খোলেছিলেন, যেসকল পথচারী অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছিলেন এবং যাদের মাস্ক পরিধান করা ছিলোনা তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড করা হয়।
শনিবার (২৪ জুলাই) আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকগন জানান, চলমান লকডাউনে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।