মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

নকলায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন : ২১ মামলায় ১৩,৩০০ টাকা অর্থদন্ড

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪১২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় সরকারের ঘোষিত লকডাউন কার্যকর করতে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিলেন উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লকডাউনের প্রথম দিন ২৩ জুলাই (শুক্রবার) ঔষধের দোকান, খাদ্য সামগ্রী, হোটেল ও জরুরি সেবা ছাড়া নকলা বাজারের সকল দোকানপাঠ বন্ধ ছিলো। তবে যেসকল পথচারীরা অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছিলেন এবং যাদের মাস্ক পরিধান করা ছিলোনা তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। এর অংশ হিসেবে লকডাউন অমান্য করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ২১ টি মামলায় ১৩ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। তাছাড়া যে বা যারা মাস্ক নিয়ে বের হননি তাদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে শুক্রবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস-কে পৌরশহরের বিভিন্ন গলিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় নিজে মাইকের মাধ্যমে অপ্রয়োজনে বাহিরে বের না হতে জনগনকে সচেতন করতে ও সকলকে মাস্ক পরিধান করতে নির্দেশক্রমে অনুরোধ জানাতে দেখা গেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকগন জানান, চলমান লকডাউনে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, গণপরিবহন বিশেষ করে সি.এন.জি, অটো চালিত পরিবহণ ইত্যাদি বন্ধ না করতে পারলে অযথা মানুষের দূর-দূরান্ত থেকে আসার প্রবনতা কমবে না। মানুষ অকারণে বের হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহন বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ওয়ার্ড কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি মনে করেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।