শেরপুরের নকলায় ঈদের দিন বাবার বাড়িতে যেতে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে দিলরুবা (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২১ জুলাই বুধবার রাতে নকলা পৌরসভার কায়দা গ্রামে ঘটনাটি ঘটে।
দিলরুবা ঝিনাইগাতী উপজেলার ঝুলগাঁও এলাকার মেয়ে হলেও নকলা পৌরসভার কায়দা এলাকার আশিক মিয়ার স্ত্রী ও পেশায় একজন পোশাককর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় একই পোশাক শিল্পে চাকুরির সুবাদে তাদের দুইজনের পরিচয় হয় এবং তাদের বিবাহ হয়। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসেন। স্ত্রী দিলরুবাকে ঈদের দিন বাবার বাড়িতে যেতে বাধা দিয়ে স্বামী আশিক মিয়া ঘুমিয়ে পড়লে স্বামীর সাথে অভিমান করে সে ঘরের সিলিংয়ের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না প্যাচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ সূত্র জানায়, মাঝ রাতে স্থানীয়রা থানায় খবর দিলে রাত ২টার দিকে পুলিশ সিলিং পাখার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে থাকা দিলরুবা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ময়না তদন্তের পরে মরদেহ নিহতের পরিবারের নিকট বিকেলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান।