শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২২ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০মিনিটের সময় পৌরসভার গড়ের গাঁও গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। যানাজা নামাজ শেষে গড়ের গাঁও কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম ২২ জুলাই বৃহস্পতিবার ভোর ৩টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের মরদেহ দাফনের আগে মরহুমের উন্নয়নমূলক কৃতকর্ম ও তাঁর গুণাবলীর ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রমুখ।
এরপরে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, পৌরসভার ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশাশ্রেণীর মুসলিম জনগন উপস্থিত ছিলেন। তারা সকলেই আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম উপজেলার উরফা ইউনিয়নের তাড়াকান্দা গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার উরফা ইউনিয়নের তাড়াকান্দা গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে নকলা পৌরসভার গড়ের গাঁও এলাকায় স্থায়ী ভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ৬ মাস ২০ দিন (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের মুক্তিযোদ্ধার গেজেট তালিকা নং ১০৯১ ও লাল মুক্তিবার্তা তালিকা নং ০১১৪০৩০০২৫।