শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ১২ মামলায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। ১৩ ও ১৪ জুলাই দুই দিনে এসকল মামলা করা হয়।
১৪ জুলাই বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সালাউদ্দিন বিশ্বাস এবং ১৩ জুলাই মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ১৩ জুলাই মঙ্গলবার ৬ মামলায় ৪ হাজার ২০০ টাকা এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সালাউদ্দিন বিশ্বাস ১৪ জুলাই বুধবার আদালত পরিচালনা করে ৬ মামলায় ৪৫০ টাকা অর্থদন্ড করেন। এসময় সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকগন জানান, চলমান লকডাউনে বিধি-নিষেধ কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।