শেরপুর জেলার নকলা উপজেলায় করোনাভাইরাসে স্বাস্থ্য সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (বিডিবি)’র উদ্যোগে স্বাস্থ্য সচেতনমা মূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
কঠোর বিধি-নিষেধের ৭ম দিনে নকলা উপজেলার বিভিন্ন রাস্তায় ও হাট-বাজারে ৫ শতাধিক পথচারী ও জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি চলমান লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সচেতন করা হয়।
উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত সচেতনমা মূলক ও মাস্ক বিতরন কার্যক্রমে নকলা পৌরসভার দলনেতা টুটুল আহমেদ, ইউনিয়ন দলনেতা আসাদুল হক, আনসার কমান্ডার আব্দুর রাজ্জাক, এহসানসহ পৌরসভা, ইউপি ও গ্রাম পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক আরিফুল ইসলাম জানান, মহামারী করোনাভাইরাসের কারণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তাই এ থেকে বাঁচতে আমাদের সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। মানতে হবে সকল বিধি-নিষেধ। এক্ষেত্রে সচেতনতার কোনা বিকল্প নেই বলে তিনি মনে করেন। চলমান লকডাউনে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় না হতে পরামর্শ দেন তিনি। জিরুরি প্রয়োজনে বাড়ি থেকে বেড় হলে সরকারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ও অবশ্যই মাস্ক পরে বেড় হওয়ারও পরামর্শ দেন তিনি।