শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৯৯ বার পঠিত

আজ ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে ৭৩ বছরে পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ। করোনা মহামারির কারণে এবছরও গত বছরের ন্যায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি গুলোর মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও দলীয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিলো উল্লেখযোগ্য।

সকাল সাড়ে ৮টায় দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, জেলা পরিষদ সদস্য আন্জুমানারা বেগম রুমি, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কমানায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম। সবশেষে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের এই দিনে তথা ১৯৪৯ সালের ২৩ জুন তারিখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী লীগ। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া এ দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই দলটি দক্ষতার সহিত দেশ পরিচালনা করে আন্তজার্তিক ভাবে সুখ্যাতি অর্জনসহ দ্রুত উন্নয়নের লক্ষ্যে দেশ পরিচালনায় মডেলে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।