শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

নকলায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩৩ বার পঠিত

শেরপুরের নকলায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও অনাবাদি পতিত ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেক ফজলুল হক মনি ও কৃষিবিদ মাহমুদুল হাসান মুসাসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী কৃষক-কৃষানীদের প্রতিজনের মাঝে ৭ প্রকার সবজী বীজ এবং আম, লেবু, পেঁয়ারা ও জলপাইসহ ৬ ধরনের ফলের চারা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।