শেরপুর জেলার সদর উপজেলায় পরকীয়ার জেরে সাইফুল ইসলাম নামে এক ট্রলিচালকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। ১৪ জুন সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। সাইফুল ইসলাম পেশায় ট্রলিচালক ও রৌহা ইউনিয়নের কলাপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
এলাকাবসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চকআন্ধারিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পাশের গ্রামের সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিলো। এসুযোগে বিভিন্ন সময় চতুর সাইফুল ইসলাম ওই প্রবাসীর স্ত্রীর কাছে অনেক টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ওই নারীর সাথে সাইফুল সম্পর্ক রাখতে না চাইলে, কৌশলে তাকে ডেকে নিয়ে দৈহিক সম্পর্কের বাহানা করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেয়। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর হাসহাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে আহত সাইফুল ইসলামের বড় ভাই সাকিরসহ তার পরিবারের সকলের দাবী পূর্বশত্রুতার জেরে স্থানীয় এক বাজার থেকে সাইফুলকে ডেকে নিয়ে কয়েকজন যুবক পাশের একমাঠে ফেলে তার পুরুষাঙ্গ কেটে দেয়।
এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, বিষয়টি শুনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই আইনানুগ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।