বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৩ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলায় বদলী ও অবসর জনিত কারনে কৃষি অফিসের ৬ জনকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৬২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় সরকারি চাকরির নির্ধারিত বয়সসীমা অতিক্রম করায় অবসর জনিত কারনে ৩ জনকে ও অন্যত্র বদলী জনিত কারনে আরও ৩ জনসহ মোট ৬ জনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বদলী জনিত কারনে বিদায়ী সংবর্ধিতরা হলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুল হক বাবু এবং অবসর জনিত কারনে বিদায়ী সংবর্ধিতরা হলেন- মো. আজিজুল হক, পবিত্র কুমার মিত্র ও জালাল উদ্দিন।

বদলীর অফিস আদেশ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিনকে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুল হক বাবুকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

উপজেলা কৃষি অফিসার ও অতিরিক্ত উপজেলা কৃষি অফিসারদ্বয়কে বুধবার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মঙ্গলবারে সংবর্ধনা দেওয়া হয়।

কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও কৃষিবিদ রোকসানা নাসরিনকে উপজেলা কৃষি অফিস, অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং বিসিআইসি সার ডিলারদের সংগঠন আলাদা ভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন। এর আগে উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুল হক বাবু এবং অবসর জনিত কারনে বিদায়ী সংবর্ধিতরা হলেন- মো. আজিজুল হক, পবিত্র কুমার মিত্র ও জালাল উদ্দিনকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, নকলাবাসীর ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। নকলাবাসীরা আমাকে নিরবে নিভৃতে এতো ভালোবাসতেন কখনোই বুঝতে পারিনি। নকলার সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা আছে এবং থাকবে। নতুন কর্মস্থলে সুনামের সহিত দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।