বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় নবাগত ও বিদায়ী কৃষি অফিসারদের বরণ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৬৩২ বার পঠিত

শেরপুর জেলার নকলায় নবাগত উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে বরণ এবং বিদায়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস, অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং বিসিআইসি সার ডিলার সংগঠনের আয়োজনে আলাদা ভাবে বিদায় সংবর্ধনা দেওয়ার পরে নবাগত উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে বরণ সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, বিদায়ী কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. মো. আব্দুল আহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি নকলা হিমাগারের উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লূৎফর রহমান, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নবাগত কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, বিদায়ী অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মাহমুদুল হাসান মুসাসহ উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান ও বিসিআইসি সার ডিলার সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিদায়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিনকে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে বদলী করা হয়েছে।

বিদায়ী সংবর্ধনার পরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে নবাগত উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে বরণ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদায়ী কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মাহমুদুল হাসান মুসাসহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবাগত উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে কৃষি বিভাগে সরকারি চাকুরিতে প্রথম প্রবেশ করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় যোগদান করেন। পরে শেরপুরের নকলা উপজেলায় বেশ কিছুদিন কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস নকলা থেকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে কৃষি অফিসার হিসেবে বদলী হওয়ায় কৃষিবিদ আব্দুল ওয়াদুদ উপজেলা কৃষি অফিসার হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হলেন। কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ৩২তম বিসিএস’র মাধ্যমে কৃষি বিভাগে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে চাকুরি জীবন শুরু করেন। বিদায়ী ও নবাগত কৃষিবিদগন তাদের বর্তমান কর্মস্থলে সুনামের সহিত কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।