ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮ শিক্ষার্থীর মাঝে একটি করে দূরন্ত বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোবাউড়া ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কার্যালয়ে এসকল সাইকেল বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় বাইসাইকেল গুলো প্রদান করা হয়।
মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোবাউড়া ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কার্যালয়ে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডুওয়ার্ড নাফাক ও সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারিসহ সুবিধা ভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।