মুজিব শতবর্ষ উপলক্ষে পাইলট প্রকল্পের আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারাদেশের প্রতিটি জেলায় একটি করে ঔষধের মডেল ফার্মেসীর অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আবেদীন মডেল ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে।
২৮ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় “মানসম্মত ঔষধ কিনুন, সুস্থ থাকুন” এ প্রতিপাদ্যকে সামনে শেরপুর জেলা শহরের তিনআনী বাজার কলেজ মোড়ে ফিতা কেটে এ মডেল ফার্মেসীর উদ্বোধন করেন জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর)।
জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর শেরপুরের ঔষধ তত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, জেএন্ডএস গ্রুপের পরিচালক সাইফুল নাহী জিন্নুর সাকী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন সকল বিষয়ের উপর আমরা জিরো টলারেন্স গ্রহণ করেছি। এ মডেল ফার্মেসীর বিশেষত্ব হচ্ছে ফার্মাসিস্ট ঔষধের ব্যবহারবিধি ও পরিমাণ ক্রেতা সাধারনকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। দেশীয় ভালো কোম্পানীর ঔষধের পাশাপাশি বিদেশী ঔষধ সুলভে বিক্রি করা হবে। এখানে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হবে; কিন্তু কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ রাখা হবে না। ঔষধ জগতে আবেদীন মডেল ফার্মেসীতে দেশি-বিদেশী সব ধরনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলাই সংশ্লিষ্ঠদের লক্ষ। জেলার সর্বস্তরের মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আবেদীন মডেল ফার্মেসী খ্যাতি অর্জনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
এসময় জেএন্ডএস গ্রুপের মহাব্যবস্থাপক সরওয়ার্দী মিঠু, এইচ.আর ম্যানেজার খালেদ আহমদ, হেড অব অডিট মো. জাকির হোসেন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট/এ্যাডমিন) মঞ্জুরুল হক, কমার্শিয়াল ম্যানেজার শহিদুল ইসলাম সোহাগ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বজলুর রশিদ নাহাজ, সৈকত আকবর পণির ও রঞ্জন কুমার সাহা, সদস্য কায়সার রশিদ নিয়াজ, রফিকুল ইসলাম খোকন ও লিটন রায়, শেরপুর জেলার ফারিয়ার সাধারণ সম্পাদক সারোয়ার আকন্দ, জামান ট্রেডার্সের ম্যানেজার আনজিরুল ইসলাম উজ্জল, সাদাত একুয়া ইন্ডাস্ট্রি’র ম্যানেজার হাবিবুল্লাহ হীরা, জেএন্ডএস জুট মিলের একাউন্টস ম্যানেজার আবু রাসেল, দেশবার্তা বিডি ডট কম-এর প্রধান প্রতিবেদক মো. হামিদুর রহমান ও স্টাফ রিপোর্টার জাহিদুল খান সৌরভসহ জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন মডেল ফার্মেসীর বিপণন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।