বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

ঝিনাইগাতীতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২২৮ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদের আয়োজনে এসব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের রিং, স্লাব ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম উপজেলার হতদরিদ্র পরিবার প্রধানের হাতে ওইসব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী তুলেদেন। এসময় উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম বলেন, বর্তমান সরকার সাধারণ জনগনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।