শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

নকলায় আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে শনিবার রাতে উপজেলা শহরের উত্তর বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর দলীয় অস্থায়ী কার্যালয়ে সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নকলা উপজেলা শাখার উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলাা শাখার আহবায়ক মো. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবী লীগ-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল।

এছাড়া আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রিপন, সদস্য আইয়্যুব খাঁন ও আদিল আহমেদ পল্লব, গনপদ্দী ইপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, যুব নেতা নূরে আলম সিদ্দিকী উৎপল, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এস.এম খোরশেদ আলম সবুজ, পৌরসভার কাউন্সিলর জিয়াউল হক, ছাত্রলীগ কর্মী সাদ্দাম সরকার প্রমুখ।

এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নকলা উজেলা শাখার সদস্য সচিব শামীম আহম্মেদ, যুগ্ম-আহবায়ক জয়রাল আবেদীন, মৎস্যজীব নেতা ইসমাইল হোসেনসহ উপজেলা মৎস্যজীবী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ কর্মী রাইসুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।