রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮০ বার পঠিত

ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নালিতাবাড়ী ছাত্র সমাজের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জোবায়ের আহম্মেদ জয়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম সাঈদ, এমদাদুল হক মিলন, আবু রায়হান, দোহা বৃস্টি, তনয়া কবীর জয়া, আল আমিন প্রমুখ।

মানবন্ধন চলাকালে বক্তারা জানান, এবারের ঈদুল ফিতরে বিশ্বের মুসলমানরা যখন পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন, ফিলিস্তিনের মোসলমানরা তখন মৃত স্বজনের লাশ দাফন এবং বোমা-গুলিতে ক্ষতবিক্ষত স্বজনদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হামলা এবারই প্রথম নয়, বরং তারা যখনই সুযোগ পেয়েছে বিশ্বের অন্যান্য মুসলমানদের উপর হামলা চালিয়েছে। এবার তারা এমন এক সময় গণহত্যা চালাচ্ছে, যখন সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত।

 

ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না। তাই তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন বলে আয়োজকরা জানান।

মানববন্ধনে তৌহিদুল ইসলাম তুহিন, নাসিম হক, পরোয়ার জান্নাত পরম, লোকমান হাসান জয়, আমির হামজা রবিন, পলক, ইমাম হাসান সাব্বির, আমিন, সৌরভ, নাঈম হাসানসহ ছাত্র সমাজের নেতৃবৃন্দ, সুধীজন, লেখক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্বতা ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।