বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে শেরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩১ বার পঠিত

অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে শেরপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৯ মে বুধবার শেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন-এর সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সহ-সভাপতি এস.এম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, কবি কলামিষ্ট তালাত মাহমুদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেত্রী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর মহিলা পরিষদের নেত্রী আইরিন পারভিন, শেরপুর জেলা কমিউনিস্ট দলের নেতা সোলয়মান হোসেন, মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর জেলার চেয়ারম্যান মো. নূর-ই-আলম চঞ্চল, জনউদ্যোগ-এর আহবায়ক আবুল কালাম আজাদ, জাতীয় সাংবাদিক সংসস্থা শেরপুর জেল শাখার সাধারন সম্পাদক জি.এইচ হান্নান, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এম.এ হাকাম হীরা, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, ঝিনাইগাতী উপজেলার সাংবাদিকদের পক্ষে মোহাম্মদ আল হেলাল, শেরপুর ইয়্যুথ রিপোর্টাস ক্লাবের সভাপতি সুহেল রানা, শেরপুর ইয়ং রিপোর্টাস ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ, আজকের তারুণ্যের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নেতা উত্তম সূত্রধর, রক্তসৈনিক বাংলাদেশ এর নেতা কাকনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শেরপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক, যিনি সম্প্রতিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সরকারী আমলা কর্তৃক হেনস্তা, অমানবিক নির্যাতন ও স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা আইনের নামে রাষ্ট্রের নিরাপত্তার বিঘ্নিত হওয়ার অজুহাতে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অপরাধ ঢাকতে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবর্দী ও নকলা প্রেসক্লাব সহ শেরপুরের সকল সাংবাদিক বৃন্দ।

সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, রোজিনা ইসলাম একজন সৎ, মেধাবী ও সাহসী সাংবাদিক। স্বাস্থ্যখাত নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী নিউজ করার কারণেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের রোষানলে পড়েছেন। তিনি সুনামের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়ালদের দুর্নীতির চিত্র উন্মোচন করে দেশের উন্নয়নে দৃঢ প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।