শেরপুরের নকলা উপজেলায় করোনা কালীন সময়ে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের অংশ গ্রহণে আলোচনা সভা করা হয়েছে। ১৮ মে মঙ্গলবার সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, মো. মোশারফ হোসাইন, মাহবুব হোসাইন রূপম, নুসরাত জাহান নীপা, সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, মাওলানা মো. রেজাউল করিম ও ফুলেছা বেগম, ক্বারী শিক্ষক ক্বারী কাজীমদ্দিন, ইবতেদায়ী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন প্রমুখ। এসময় মো. কব্দুল হোসেন, মো. আমীন মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় করোনাকালীন সময়ে অনলাইন পাঠদান পরিচালনা, এমএমসি ড্যাসবোর্ডে ক্লাস আপলোড, আইইআইএমসি ফরম পূরণ, ডিসিএম-এ শিক্ষার্থীদের অনলাইনে ও সংসদ টিভিতে ক্লাসে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টি, এ সংক্রান্ত শ্রেণি ভিত্তিক শিক্ষার্থীদের তথ্য পূরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভার পরে দেশ ও জাতির কল্যাণে এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে পরিত্রানের আশায় বাংলাদেশ থেকে করোনা নির্মূলে এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বের সকল মুসলমানদের রক্ষায় দোয়া করা হয়। বিশেষ করে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতিসহ সকল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দেশবাসীকে সুরক্ষা রাখতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।