শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে পাভেল (২৪) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মে রবিবার দুপুরের দিকে উপজেলার ভারেরা বড়বাড়ী এলাকার একটি কাঠের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাভেল ভারেরা বড়বাড়ী এলাকার ফর্সা মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাভেল শনিবার রাতে কোনো এক সময়ে বাড়ির পাশে কাঠের বাগানে একটি গামরী গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। রবিবার স্থানীয় লোকজন গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
নিহত পাবেলের বড় ভাই রুবেল মিয়া জানান, পাভেল বেশ কিছু দিন ধরে মানষিক ভারসাম্যহীনতায় ভোগছিল। মানষিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে সে কারো সাথে তেমন কথা বলতো না। মাঝে মধ্যে বাড়ি ঘরেও অযথাই হামলা করতো। মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের অন্যান্যদের সাথে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। সে মাঝে মধ্যে রাতে ঘরের বাইরে যেতো। কিন্তু কোথায় যেতো তা কেউ জানতো না। আবার ফিরেও আসতো। তাই গতকাল রাতে বরাবরের মতো ভেবে কেউ ভাবেনি যে, সে এমন কাজ করবে।
শ্রীবরদী থানার এসআই নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলা ওই গামারী গাছের নিচে নিহত পাভেলের একটি লাল রঙের চেক শার্ট ও একটি কাচি পাওয়া গেছে। প্রাথমিক সুরত হালে নিহতের গলায় রশির দাগ রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নালিতাবাড়ী সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আফরোজা নাজনীনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।