আজ ১৪ মে শুক্রবার সারাদেশব্যাপী মুসলিম ধর্মপ্রানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মোতাবেক ঈদগাহ মাঠে জামাতের পরিবর্তে নিজ নিজ মহল্লার মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলায় অন্তত সাড়ে চারশ’ মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
ইসলামী ফাউন্ডেশনের উপজেলা অফিস সূত্রে জানা গেছে, নকলা উপজেলায় ৪৮৭ টি মসজিদ রয়েছে। এরমধ্যে ৪৫০টি পুরাতন ও ৩৭ টি মসজিদ নতুন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক সব কয়টি মসজিদে ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, একই এলাকায় ও পাশাপাশি মসজিদ হওয়ায় কয়েকটি মসজিদে জামাত অনুষ্ঠিত হয়নি। ২/৩ মসজিদের মহল্লার মুসল্লিরা নিজেদের মধ্যে পরামর্শ করে বড় ও সুন্দর একটি মসজিদ নির্বাচন করে সেখানে জামাতের সহিত নামাজ কায়েম করেছেন।
উল্লেখ্য যে, ১৩ মে বৃহস্পতিবার সৌদিআরব তথা মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিল রেখে জেলার নকলা উপজেলার পৌরসভার চরকৈয়া ও নারায়নখোলা এলাকায় ২টি মসজিদে আগাম ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।