ধর্মপ্রান মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর। ১৪ মে শুক্রবার ঈদের দিনেও শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে ঈদ কাটালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগন। এদিনটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একেএম নাজমুস সাকিব, সহকারী সার্জন ডা. তানজিনা মাহবুব, মেডিক্যাল টেকনোলজিষ্ট আবু কাউছার বিদ্যুৎসহ অন্যান্যরা রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করছেন। এসময় হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা, ভর্তি থাকা রোগিদের স্বজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরএমও ডা. একেএম নাজমুস সাকিব জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও সংক্রমণ রোধে এবং নিজেকে সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। সরকারের এ নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করেছেন। এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করে ও রোগীদের সাথে ঈদ কাটিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সকলের নজর কেড়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বছরের প্রতিটি জাতীয় ও বিশেষ দিন গুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।