শেরপুরে বেওয়ারিশ কুকুর ২৫টি গরু ও ৩০জন পথাচরীকে কামড়িয়ে আহত করেছে। শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকায় ৮-১০ টি কুকুর তাদের চলার পথে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে।
১৩ মে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই পাগলা কুকুর গুলো ২৫টি গরু এবং শিশু ও মহিলাসহ অন্তত ৩০জন পথাচরীকে কামড়িয়ে আহত করে। স্থানীয়রা ওই পাগলা কুকুরগুলো ধরতে চেষ্টা চালাচ্ছেন।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) খাইরুল কবির সুমন বলেন, হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া আর সবকিছু বন্ধ থাকায় কুকুরের ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছেনা। তাই আপাতত প্রথম ডোজের ভ্যাকসিনটা বাহির থেকে কিনে নিতে হচ্ছে। ছুটির পরে হাসপাতালে দ্বিতীয় ডোজ থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত ১৫দিনে জেলার বিভন্ন উপজেলায় শতাধিক ব্যক্তিকে কুকুরে কামড়িয়ে আহত করায় সাধারণ মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ঈদ উপলক্ষে বাড়িফেরা কর্মজীবী মানুষেরা বেশি আতঙ্কে আছেন।
এদিকে হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া অন্য সবকিছু বন্ধ থাকায় মিলছে না বিনা মূল্যের ভ্যাকসিন। তাই আহতদের বাধ্য হয়েই বাহিরের কোন ঔষুধের দোকান থেকে প্রতিটি ভ্যাকসিন এক হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা করে কিনতে হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছে নিন্ম ও নিম্নমধ্য আয়ের আহত লোকগুলো। অনেকে টাকার অভাবে ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরেছেন বলে বিভিন্ন তথ্যে জানা গেছে।