শেরপুরের নকলা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীসহ অন্যান্য নিয়মিত ২ মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করে শেরপুর আদালতে প্রেরণ করেছেন থানা পুলিশ।
৮ মে শনিবার রাত থেকে ৯ মে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং রবিবার সকালে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন- উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া এলাকার মৃত আলকাছ আলীর ছেলে কমল মিয়া, মৃত ইন্তাজ আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত আব্দুছ ছালামের ছেলে আবেদ আলী, অব্দুল মতিনের ছেলে আরজু মিয়া, জিন্নত আলীর পুত্র ফজরুল, আকাব্বর আলীর পুত্র রফিজ ও গৌড়দ্বার ইউনিয়নের দড়িতে-ঘড়ি এলাকার নূরল হকের ছেলে রেজাউল, মৃত সুরুজ্জামানের ছেলে আলাউদ্দিন ও মতি মিয়ার ছেলে আনারুল হক। এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা এলাকার ২ জন ও নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকার একজন।
ওসি মুশফিকুর রহমান জানান, নকলা থানার পুলিশ শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বানেশ্বরদী খন্দকারপাড়া ৬ জন ও দড়িতে-ঘড়ি এলাকার ৩ জনকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ এবং নিয়মিত মামলায় পাঠাকাটা এলাকার ২ জন ও ধনাকুশা এলাকার একজনকে গ্রেফতার করে ৯ মে রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।