নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ ও আইনী সুরক্ষার দাবিতে শেরপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বৃহস্পতিবার শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা মহিলা পরিষদ ও নাগরিক সংগঠন জনউদ্যোগের যৌথ আয়োজনে সকাল ১১ টায় এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের পাশাপাশি দেশের সকল নারী সহিংসতার ঘটনার বিচার দাবী জানানো হয়।
শেরপুর জেলা মহিলা পরিষদের অর্থবিষয়ক সম্পাদক নীরু শামসুর নাহারের সভাপতিত্বে ও শেরপুর জেলা জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ)-এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, আইইডির আইপি ফেলো আদিবাসী নেতা সুমন্ত বর্মণ, নারী রক্তদান সংস্থার সভাপতি প্রতিভা নন্দী তিথি বক্তব্য রাখেন।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, শেরপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, শেরপুর জেলা হিজরা কল্যাণ সংস্থা, শেরপুর জেলা বর্মণ ছাত্র পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম (এইচআরডি)-এর নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
বক্তারা সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর কর্তৃক কথিত নিগৃহীত মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের এমন অকাল মৃত্যুতে তারা উদ্বেগ প্রকাশ করেন। সঠিক তদন্তের মাধ্যমে এটি হত্যা না আত্মহত্যা তা দ্রুত উদঘাটন করে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি করা হয়।