রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় গৃহহীন জামাল উদ্দিন ২০ বছর ধরে রাত কাটান মসজিদে শেরপুর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচার দাবী নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে কীটনাশক ব্যবহারে সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক! নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পৃথিবীর একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণি বিলুপ্তির পথে নকলায় এসএসসি-৯৫ ব্যাচের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন নকলায় শাক সবজি চারার হাটে বেচাকেনার ধুম নকলায় দিন দিন তুলার জনপ্রিয়তা বাড়ছে, এখন তুলা যেন সাদা সোনা

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী ২দিনের সফরে শেরপুরে আসছেন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৫ মে, ২০২১
  • ৬৩৪ বার পঠিত

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর জেলার নকলা ও নালিতাবড়িতে সফরের উদ্দেশ্য ৬ মে বৃহস্পতিবার আসছেন।

৬ মে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৭ মে শুক্রবার বিকেল ৩ টা পর্যন্ত ২দিনের এ সফরের উদ্দেশ্যে ৬ মে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ ব্যবস্থাপনায় সড়ক পথে নকলার উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ৮টার দিকে নকলায় এসে পৌঁছাবেন বলে সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি সফর সূচি অনুযায়ী জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, ২ দিনের এ সফরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এম.পি স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে নকলা ও নালিতাবাড়ী উপজেলার দরিদ্র নারীদের মাঝে শাড়ী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী জানা গেছে, ৬ মে বৃহস্পতিবার রাতে মতিয়া চৌধুরী এম.পি নকলায় রাত্রিযাপন করবেন।

সফর সূচি অনুযায়ী জানা গেছে, ৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাড়ী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ শেষ করে ৯টায় নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ৯টায় নালিতাবাড়ি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১০ টায় কাকড়কান্দি ইউনিয়নের বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১০টায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টায় নালিতাবাড়ি ইউনিয়নের আমবাগান কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা মাঠে, সাড়ে ১১টায় নয়াবিল ইউনিয়নের নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ১২টায় পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টায় নন্নী ইউনিয়নের নন্নী শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ১ টায় রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে, দেড়টায় কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও দাখিল মাদরাসা মাঠে, ২টায় বাঘভেড় ইউনিয়নের সন্যাসী ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে, আড়াইটায় নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে, বিকেল ৩টায় যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র নারীদের মাঝে শাড়ী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন।

৭ মে শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় নকলা উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোনা দাখিল মাদ্রাসা মাঠে, ৯টায় গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে, ১০টায় বানেশ্বরদী ইউনিয়নের বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১০টায় চন্দ্রকোনা ইউনিয়নের রাজলহ্মী উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১১টার সময় পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ১২ টায় টালকী ইউনিয়নের বিরিবরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২টার সময় গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় মাঠে এবং আড়াইটার সময় সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে শাড়ী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন।

৭ মে শুক্রবার বিকেল ৩টার সময় নকলা হতে নিজ ব্যবস্থাপনায় সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত ৭টার সময় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে সফর সূচি অনুযায়ী জানা গেছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি-এর ২দিনের এ সফর সফলতার সহিত সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবেন নকলা ও নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।