শেরপুরের নকলা উপজেলায় বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ‘তথ্য জনগণের পণ্য’ এই শ্লোগান ধারন করে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে সোমবার সন্ধ্যায় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সীমানুর রহমান সুখনের পরিচালনায় এ ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন- নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও প্রচার-প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সুজন মিয়া, সদস্য রেজাউল হাসান সাফিত প্রমুখ।
এ ভার্চুয়াল আলোচনা সভায় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অন্যান্যরা অংশ গ্রহন করেন। আলোচনায় বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধসহ সব ধরনের কালাকানুন, প্রকাশ্য-অপ্রকাশ্য বাধা ও হুমকির অবসান এবং মফস্বল সাংবাদিকদের প্রত্যাশা সম্পর্কে আলোচনা করা হয়।