শেরপুরে হেরোইনসহ রাকিবুল হাসান রাজু (২৬) নামে এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৩০ এপ্রিল শুক্রবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। রাজু স্থানীয় ইসরাফিল মিয়ার ছেলে। পহেলা মে শনিবার বিকেলে গ্রেফতারকৃত রাকিবুল হাসান রাজুকে মাদক আইনের নিয়মিত মামলায় শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী রাকিবুল হাসান রাজুকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের সুযোগ্য পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে শেরপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।