সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

নকলার বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন মারা গেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪২৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. নবী হোসেন মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন নকলা পৌরসভার রিহিলা গ্রামের মৃত কয়ছর মাহমুদের ছেলে। ২৮ এপ্রিল বুধবার বিকেল পৌণে ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন বার্ধক্য জনিত কারনে তাঁর নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আগামী কাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১০টার সময় রিহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে। যানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ কবরস্থ করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা মো. নবী হোসেন দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভুগছিলেন।

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর ৩ মাস ২৮ দিন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. নবী হোসেনের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০৪৫ এবং গেজেট তালিকা নং ৮৬০।

বীর মুক্তিযোদ্ধা মো. নবী হোসেনের মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলার সকল (৯টি) ইউপি চেয়ারম্যান, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ নকলা প্রেসক্লাবের অন্যান্যরা, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।