শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আউয়াল (৬৬)-এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২৫ এপ্রিল রবিবার বেলা ১১টার সময় কাজাইকাটা কান্দাপাড়া এলাকায় মরহুমের নিজ বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর পরে পারিবারিক গোরস্থানে মরদেহ কবরস্থ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়ালের মরদেহ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, পুলিশ তদন্ত কেন্দ্রের আবুল হাসিম, উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিগবর্গসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন ও স্থানীয় মোসলিম জনতা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আউয়ালের মৃত্যুতে বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদা ভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।